Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী সাঈদ আহমেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রকৌশলী সাঈদ আহমেদ গতকাল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৫তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ-এর স্থলাভিষিক্ত হলেন। বর্তমান পদে নিয়োগের পূর্বে তিনি বিউবো’র সদস্য উৎপাদন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাঈদ আহমেদ ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি রংপুরে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালের ১০ জানুয়ারি তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কার্যক্রম পরিদপ্তরে যোগদান করেন।

পরবর্তীতে তিনি ২০০১-২০০৪ সাল পর্যন্ত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও ২০০৫-২০০৭ সাল পর্যন্ত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮-২০১৩ পর্যন্ত পরিচালক পাওয়ার সেল, ২০১৪-২০১৫ পর্যন্ত পরিচালক সিস্টেম প্ল্যানিং, ২০১৬-২০১৭ পর্যন্ত প্রধান প্রকৌশলী প্রাইভেট জেনারেশন এবং প্রধান প্রকৌশলী উৎপাদন হিসেবে দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিডিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ