Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২ হিজরী

গোপালগঞ্জ-সিলনা সড়কে যুবক নিহত

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১:২৮ পিএম

জেলার সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিনগত রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার  সকালে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম।
অমিত একই এলাকার কুদ্দুস শেখের ছেলে।
জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। পথে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। সেময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনগত রাতেই অমিতকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।   

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেল দুর্ঘটনা
আরও পড়ুন