Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেছারাবাদে চেতনা পরিষদের গুনিজন সংবর্ধনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:৫৮ পিএম
বিজয়ের মাসে নেছারাবাদে চেতনা পরিষদের উদ্যেগে গুনিজন সংবর্ধনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মহান মহান মুক্তিযুদ্ধের চেতনা,নৈতিকতা এবং মানবিকতার চেতনা জাগ্রত করতে চেতনা পরিষদ এ আয়োজন করে।
শুক্রবার সকালে উপজেলার পশ্চিম সোহাগদল বিজনেস ম্যানেজমেন্ট(বিএম) কলেজ মাঠে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো.মোফাজ্জেল হোসেন।
সংগঠনের সভাপতি মো. জাহিদ হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাবেক যুগ্ন সচিব শ্যামা প্রসাদ বেপারী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন,সাবেক সচিব এম শামসুল হক, আনসার ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক একেএম মিজানুর রহমান, মো: জাকির হোসেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু প্রমুখ।
অনুষ্ঠানে ছয় গুনি ব্যক্তিকে সংবর্ধনাসহ শতাধিক ব্যক্তিদের ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।
স্বরূপকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশন সহযোগীতায় ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অুনুষ্ঠান শুরু হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ