Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭, ১১ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

বিএনপি সমাবেশের অনুমতি নেয়নি : ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ পিএম | আপডেট : ৩:১২ পিএম, ৩০ ডিসেম্বর, ২০১৯
মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন বিএনপি সমাবেশের কোনও অনুমতি নেয়নি। তিনি আরও বলেন, সরকারি কর্মদিবসে রাস্তা বন্ধ করে কাউকে সমাবেশ করতে দেয়া হবে না।

আজ সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

ডিএমপি কমিশনার বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মদের বার বন্ধ থাকবে। রেসিং কার নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বাড়ির ছাদসহ যেকোন খোলা জায়গায় অনুষ্ঠান উদযাপনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানান তিনি। 
 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৮ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন