Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ড্রাইভ দিয়ে ইনজুরিতে মোসাদ্দেক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ৬:৫৮ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৫তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের মুখোমুখী হয় সিলেট থান্ডার। দলকে জয়ে ফেরাতে গিয়ে চোটে পড়েছেন সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দলের বাজে অবস্থায় হাল ধরেছিলেন তিনি। কিন্তু রান আউট হয়ে ১৫ রানেই ফিরতে হয় তাকে।
ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে শট খেলে রান আউট থেকে বাঁচতে ড্রাইভ দিয়ে পপিং ক্রিজ ছুঁতে চেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। রান আউট তো হয়েছেনই সঙ্গে পেয়েছেন চোটও।
ননস্ট্রাইক এন্ডে থাকা এই ব্যাটসম্যান ডাইভ দিলে বোলার মোহাম্মদ নবীর সঙ্গে কিছুটা ধাক্কা লাগে। বেশ কিছুক্ষণ মাটিতে শুয়েছিলেন মোসাদ্দেক। পরে ফিজিও এসে তাকে বাইরে নিয়ে যান। ঘাড়ে চোট নিয়ে ছেড়েছেন মাঠ। কিন্তু এর মাত্রা কতটা প্রকট বা কত ম্যাচের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে তা জানা যায়নি এখনো। আপাতত পর্যবেক্ষণে আছেন এই সিলেট থান্ডার দলপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ