Inqilab Logo

ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ০৬ আশ্বিন ১৪২৭, ০৩ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

জাতীয় পুরুষ হ্যান্ডবলে বিজিবি চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ৬:২৪ পিএম

এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বিজিবি ৩১-১৭ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে বিজয়ী দল ২০-৭ গোলে এগিয়ে ছিল। এর আগে দুপুরে একই ভেন্যুতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আনসার ৩৫-২৪ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে তৃতীয়স্থান পায়। ম্যাচের প্রথমার্ধে আনসার ২০-১২ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ আনসারের রবিউল আওয়াল। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এসময় বিশেষ অতিথি ছিলেন সানলাইফ ইনসিওরেন্স লিমিটেডের পরিচালক মিসেস শায়লা বুলবুল। উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লিমিটেডের নিসিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল, সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হাসান উল্লাহ খান রানা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যান্ডবল


আরও
আরও পড়ুন