চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

ড. মোঃ নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেয়া হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামে মঙ্গলবার বিকালে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে ৫৮০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী কামাল শেখ (৪২) কে গ্রেফতার করে। উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের মৃত জনিরুদ্দিন শেখের ছেলে, এলাকার মাদক ব্যবসায়ী কামাল শেখের বাড়ীতে অভিযান চালিয়ে ৫৮০ গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত সীমকার্ড ও মোবাইল ফোন জব্দ করেছে ফরিদপুর র্যাব-৮। গাজা ও আলামতসহ কামাল শেখকে বালিয়াকান্দি থানায় সর্পদ্য করলে বুধবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজা ও আলামত সহ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।