অবিভক্ত বাংলার প্রথম বিলাত ফেরত আই.সি.এস

মুসলামানদের মধ্যে সর্বপ্রথম ডেপুটি ম্যাজিষ্ট্রেট ছিলেন নওয়াব আব্দুল লতিফ (১৮২৬-১৮৯৩ খ্রি.)। তিনি আই.সি.এস (ইন্ডিয়ান সিভিল
মসনবী শরীফ
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান
২০৩২. তোষামোদে তাহার যেরূপ মনেতে পাও সুখ
তেমনি তাহার নিন্দাতেও অন্তরে পাও দুখ।
২০৩৩. তোষামোদের ক্রিয়া থাকে হৃদে বিরাজমান
উজ্জীবিত করে অহংÑ ধোকায় ফেলে প্র্রাণ।
২০৩৪. ¯তি-স্বাদ মিষ্টি বলে স্থিতি তার নাই
গালির মজা তিক্ত অতি যায়না ভোলা তাই।
২০৩৫. কুইনাইনের মুই যাহা তিক্ত জিভে লাগে
সে স্বাদ কভু যায়না ভোলা, কেবল মনে জাগে।
২০৩৬. হালুয়া খেলে মজা তাহার সুদীর্ঘ না হয়
কারণ সেতো তিক্ত কটু বরির মু নয়।
২০৩৭. দৃশ্যপটে রয়না বটে গুপ্ত ভাবে রয়
বিপরীতের দ্বারাই বিপরীতের পরিচয়।
২০৩৮. মিষ্টি খেতে মজা তবু যায় সে মজা ভুলে
ঘুচে গেলেও ফোঁড়ার জ্বালা স্মৃতিতে রয় ঝুলে।
২০৩৯. পাচন তেতো স্বাদের তবে খুব ভাল তার ফল
ভেতর তাতে বিশুদ্ধ হয় বিমুক্ত জঞ্জাল।
২০৪০. ফারাও বনে তারীফে নফ্স, গোলাম বনো তার
বিনয়ী হও, লাঞ্ছিত হও, হয়ো না সর্দার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।