Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামের নামে রক্তপাত লজ্জাজনক : মেহবুবা

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ইসলামের নামে রক্তপাত লজ্জাজনক। গত রোববার সন্দেহভাজন জঙ্গি হামলায় আধা-সামরিক বাহিনী সিআরপিএফের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় মেহবুবা এ কথা বলেন। গত শনিবার রাজ্যের পামপোরে সিআরপিএফের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এতে বাহিনীর আট সদস্য নিহত হন। আহত হন ২৫ জন। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জিহাদি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হচ্ছে। সিআরপিএফের সদর দফতরে মেহবুবা বলেন, ইসলামের নামে কেউ কীভাবে এমন লজ্জাজনক রক্তপাত করতে পারে, তা আমি বুঝতে পারি না। তাও আবার পবিত্র রমজান মাসে। মেহবুবা বলেন, এ ধরনের হামলা করে কিছুই অর্জন করা যাবে না। হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইসলামাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমরা প্রথমে গুলি করব না। কিন্তু পাকিস্তান যদি গুলি করে, তাহলে আমাদের গুলির কোনো হিসাব থাকবে না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামের নামে রক্তপাত লজ্জাজনক : মেহবুবা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ