Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে র‌্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. বশির আহমেদ এ তথ্য জানিয়েছেন। আটকরা হলেন-মেহেদী হাসান (২৫) ও আশিক পারভেজ (২৪)।

বশির আহমেদ জানান, গত ২৮ ডিসেম্বর সকালে মাহামুদুল হাসান নামের এক ব্যক্তি খিলক্ষেত থেকে যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে অনাবিল পরিবহনের গাড়িতে ওঠেন। গাড়িটি বেলা ১১টার দিকে শনিরআখড়া ফুটওভার ব্রিজের নিচে গেলে র‌্যাবের জ্যাকেট পরিহিত অজ্ঞাতনামা ৩-৪ জন লোক উঠেন। তারা নিজেদেরকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে মাহামুদুল হাসানকে গাড়ি থেকে নামায়। পরে জোরপূর্বক তার কাছে থাকা একটি আইফোন ও নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, কথিত র‌্যাব সদস্যরা মাহামুদুলের মুখ চেপে ধরে মারতে মারতে একটি এক্স-করোলা গাড়িতে উঠায়। এসময় গাড়িতে চিৎকার করলে উপস্থিত জনতা এগিয়ে আসে। পরে ডাকাত দল তাদের গাড়ি ও র‌্যাবের জ্যাকেট ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর ‘৯৯৯’ এ ফোন করে অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ফেলে যাওয়া এক্স-করোলা গাড়ি এবং গাড়িতে ফেলে রেখে যাওয়া র‌্যাবের জ্যাকেট, গাড়ির কাগজ এবং আইডিকার্ড উদ্ধার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ