Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইফতেখারুল ইসলাম ইফতির নতুন গান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:২৬ এএম

ইফতেখারুল ইসলাম ইফতি পেশায় একজন পুলিশ কর্মকর্তা হলেও শখের বশে গান করেন। ইতোমধ্যে তার গাওয়া বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। গত ১ জানুয়ারি সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘কি হতে কি হলো। গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। ইফতি বলেন, শখের বশেই গান করি। ছোটবেলায় গান শিখতাম। কিন্তু ব্যস্ততার কারণে এখন আর তেমনভাবে চর্চার সুযোগ হয় না। তাই ইচ্ছা থাকলেও নিয়মিত গান করা সম্ভব হচ্ছে না। নতুন গানটি চেষ্টা করেছি ভালো করে গাওয়ার। আশা করি, শুনলে ভালো লাগবে। তিনি বলেন, গানে নিয়মিত না থাকলেও আমি আবৃত্তি করি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সময় পেলে আমার নিজের আবৃত্তি চ্যানেলটিতে আপলোড করি। ইফতির এটি দ্বিতীয় মৌলিক গান। এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় তিনি সিডি চয়েসের ব্যানারে ‘জয় পরাজয় বড় কথা নয় শিরোনামে প্রথম মৌলিক গান প্রকাশ করেন। এ ছাড়া অনেক কভার সংও করেছেন তিনি। উল্লেখ্য, ইফতেখারুল ইসলাম ইফতি ডিএমপিতে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন গান

১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ