Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনের এক দেশ দুই নীতি ফর্মুলা ব্যর্থ : তাইওয়ান

হেলিকপ্টার বিধ্বস্তে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ এএম

তাইওয়ানের প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন বলেছেন, চীনের এক দেশ দুই নীতি ফর্মুলা মানা হবে না। হংকংয়ে এই নীতি ব্যর্থ হয়েছে। চীন হংকংয়ের আদলে তাইওয়ানকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন গতকাল বুধবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি তাইওয়ানের সার্বভৌমত্বকে রক্ষার অঙ্গীকার করেন। আগামী ১১ জানুয়ারি নির্বাচন উপলক্ষ্যে এক বক্তব্যে প্রেসিডেন্ট এসব কথা বলেন। চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দেখে থাকে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে নিতে শক্তি প্রয়োগের বিষয়টি কখনো অস্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অবনতির ক্ষেত্রেও তাইওয়ানের ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়। অপর এক খবরে বলা হয়, তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। সেনাদের সঙ্গে মিলিত হওয়ার নিয়মিত সফরে থাকার সময় এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত সামরিক ব্যক্তি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেনাপ্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন। কিন্তু দুর্ঘটনার পর কয়েকঘণ্টা সেনাপ্রধানের অবস্থা জানা যায়নি। এর আগে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল। বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ