Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোয়াখালীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ ৪ আটক ২

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম


 নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ গুলির ঘটনা ঘটেছে। এতে ৪জন গুলিবিদ্ধসহ অন্তত: ১২জন আহত হয়েছে। ঘটনায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শিপন (৪৫) ও ইউপি সদস্য জহির উদ্দিন জহির (৩৮)কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খলিফারহাট বাজারে উভয় পক্ষে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে জহির মেম্বার ও শিপনকে আটক করা হয়। তবে গুলি বিনিময়ের বিষয়টি তিনি নিশ্চিত নন। ওসি বলেন, শিপন ও জহির মেম্বার উভয়ই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরো মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপন ও স্থানীয় দাদপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য জহির উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে স্থানীয় খলিফারহাট বাজারে সোনালী ব্যাংক চত্বর ও খলিফারহাট পুলের পূর্ব পাশ এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটনাও ঘটে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে বাজার ত্যাগ করে। আহতদের মধ্যে মাহে আলম, আনিছ মিয়া, জিল্লুর রহমান, জহির টেইলার, বেলাল হোসেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ইউপি সদস্য জহির উদ্দিন অভিযোগ করে বলেন, বুধবার রাত সাড়ে ৮টায় তিনি তার লোকজন নিয়ে খলিফারহাট সোনালী ব্যাংকের সামনে চা দোকানে বসে কথা বলছিলেন। এ সময় শিপনের নেতৃত্বে ৩০-৪০জন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার সমর্থক রাশেদ ও পলাশ গুলিবিদ্ধ হয়। সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপন অভিযোগ অস্বীকার করে বলেন, বুধবার তার জন্মদিন উপলক্ষে তিনি তার সমর্থকদের নিয়ে খলিফারহাট বাজারে পুলের পূর্ব পাশে জন্মদিনের পার্টি করছিলেন। রাত সাড়ে ৮টার সময় জহির মেম্বারের নেতৃত্বে ২০-২৫জন সন্ত্রাসী জন্মদিনের পার্টিতে ককটেল নিক্ষেপ ও এলাপাতাড়ি গুলি করে। এতে আনিছ (৫৫) ও নাজিম উদ্দিন (২৬) গুলিবিদ্ধ হয় বলে দাবি করে শিপন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ