Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিতাস উপজেলা বিএনপির কাউন্সিল ১৮ জানুয়ারি

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লা উত্তর জেলার তিতাস উপজেলা শাখা বিএনপির আসন্ন কাউন্সিলে সুপার সিক্স ৬টি পদে প্রতিদ্বন্ধিতার লক্ষে দুটি প্যানেলে মনোনয়ন ক্রয় করেছেন দলের ১৩ জন সিনিয়র নেতা। গত শনিবার মনোনয় ক্রয় করার শেষ দিন পর্যন্ত উপজেলার গাজীপুরস্থ তিতাস নিবাস বিএনপির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশন (আহŸায়ক) কমিটির কাছ থেকে উক্ত পদের ১৩ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তারা হলেন সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মোয়াজ্জেম হোসেন সেলিম। সিনিয়র সহ-সভাপতি পদে হলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লা ও মাহবুব সরকার। সাধারণ সম্পাদক পদে ৩ জন তারা হলেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান সেলিম ও মো. মোবারক হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মুন্সি ও আবু নাসের ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক-১ এ সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা ও তিতাস উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক-২ এ সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাজী কবির হোসেন সেন্টু ও মুকবুল হোসেন সরকার। ৭ জানুয়ারি মনোনয়নপত্র জমার দেয়ার শেষ তারিখ ও ৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ১৮ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ