সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম(৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর মা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমা কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত শফিকুর রহমান চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তার বয়স ছিল (৯৩) বছর।
জানা যায়, জাহানারা বেগম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোর পৌনে ৫ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১০ ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গতকাল রোববার বাদ জোহর মরহুমার জানাজা গ্রামের বাড়ি নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের লক্ষীপুর অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।