কক্সবাজার উত্তরণ গৃহায়ণ সমিতির নির্বাচনে মুজিবুর রহমান সভাপতি ও সিরাজুল ইসলাম সম্পাদক নির্বাচিত

কক্সবাজারের বৃহৎ আবাসন প্রকল্প কক্সবাজার উত্তরণ গৃহায়ণ সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে কক্সবাজার জেলা আওয়ামী
বাগেরহাটের শরণখোলা উপজেলার মোল্লার বাজারে এক অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে ধানসাগর ইউনিয়নের বাধাল গ্রামের ওই বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ধানসাগর ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন জানান, আগুনে সেলিম খানের ওষুধের ফার্মেসী, সিদ্দিকের মুদি দোকান, শাহিন খানের চায়ের দোকান ও নিরঞ্জন বালা সেুলন সম্পূর্ণ পুড়ে গেছে। ঘর ও মালামাল মিলে তাতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেলিমের ওষুধের ফার্মেসী থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো ঘটনাস্থলে পৌঁছানোয় বড়ধরণের ক্ষতির হাত থেকে বাজারটি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।