Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ০৭ মাঘ ১৪২৭, ০৭ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

বিশ্বের বৃহত্তম ফুল ইন্দোনেশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে বিশ্বের বৃহত্তম ফুল। এমটাই দাবি করেছেন সেখানকার কিছু পরিবেশ বিজ্ঞানী। বৃহত্তম ওই ফুলটি র‌্যাফ্লেসিয়া প্রজাতির। বিশ্বে এখনও পর্যন্ত র‌্যাফ্লেসিয়ার ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ পাওয়া গেছে। ২৮টির মধ্যে একটি প্রজাতি হল ‘র‌্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গিয়েছে সেটি এই প্রজাতির। যার ব্যাস ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি। এর আগে ইন্দোনেশিয়ারই পশ্চিম সুমাত্রায় একটি র‌্যাফ্লেসিয়া ফুল পাওয়া গিয়েছিল, যেটির ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার। সেই রেকর্ডও এবার ভেঙে দিলো সবশেষ আবিষ্কার হওয়া ফুলটি। র‌্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যারা এই ফুলের কাছাকাছি গেছেন, তারা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বের হয়। এক ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড র‌্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। উনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়ায় এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। ফিলিপিন্সে একটি ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল। ওয়েবসাইট। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ