Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রামপুরায় চার ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পরনো সঞ্চালন লাইন সংস্কার করতে রাজধানীর রামপুরা-বনশ্রীসহ আশপাশের এলাকায় আজ বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। গতকাল মঙ্গলবার বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন জানান, রামপুরা ব্রিজের কাছে একটি পুরনো লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। আজ বুধবার এই লাইনটি মেরামত করে নতুন করে সংযোগ দেয়া হবে। এই কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প‚র্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও সংলগ্ন এলাকায় সবশ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিনি বলেন, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ পর্যাপ্ত থাকায় শীত মৌসুমে রাজধানীর অধিকাংশ এলাকা থেকে গত বছরের মতো সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস থাকবে না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ