প্রাথমিক শিক্ষারমত এফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি - বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর

মাদ্রাসা শিক্ষকেরা আজ নিজ মোটর সাইকেলে চলাফেরা করছেন কিন্তু গত কয়েক বছর আগেও যা চিন্তার
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ৬শিশু-কিশোর শিক্ষার্থী ইন্দোনেশিয়ার ইউগার্টা নগরীর বিভিন্ন জাদুঘর পরিদর্শন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান আহরণের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় রওনা হয়েছে। সফরসঙ্গী হিসেবে থাকছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞান জাদুঘরের ৩ জন কর্মকর্তা।
অংশগ্রহণকারীদের মধ্যে ঝিনাইদহের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের ৬ শিক্ষার্থী। এ সফরকে কেন্দ্র করে বিজ্ঞান জাদুঘরে আয়োজিত এক সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘নিছক বিদেশ ভ্রমণ নয়, বিদেশ থেকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নততর ধারণা আহরণ এবং তা’ দেশের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্যে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ সফরের আয়োজন করেছে”। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।