Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিপিএলের সবচেয়ে বাজে সিলেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

টুর্নামেন্টের সমীকরণ থেকে তারা ছিটকে গিয়েছিল অনেক আগেই। সুযোগ ছিল খানিকটা স্বস্তি নিয়ে শেষ করার। হলো না সেটিও। টুর্নামেন্ট জুড়ে ধুঁকতে থাকা সিলেট থান্ডার হারল শেষ ম্যাচেও। বিপিএলের সব আসর মিলিয়ে এত বাজে পারফরম্যান্স করেনি আর কোনো দল। গতকাল এবারের বিপিএলে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে হারে সিলেট থান্ডার। বঙ্গবন্ধু বিপিএলের ১২ ম্যাচ থেকে তাদের প্রাপ্তি কেবল এক জয়। আগের কোনো আসরেই কেবল এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেনি কোনো দল।

টুর্নামেন্টে এবার প্রথম চার ম্যাচ হারার পর পঞ্চম ম্যাচে জিতেছিল সিলেট থান্ডার। গত ২১ ডিসেম্বর চট্টগ্রামে খুলনা টাইগার্সকে হারিয়েছিল ৮০ রানে। প্রথম জয়ই হয়ে রইলো তাদের শেষ। হার পরের টানা ৭ ম্যাচে। এবারের আগে এক আসরে সবচেয়ে কম ২ জয়ের রেকর্ড ছিল ৩টি দলের। তাদের একটি ছিল সিলেট ফ্র্যাঞ্চাইজিই। প্রথম বিপিএলে ১০ ম্যাচে ২ জয় ছিল সিলেট রয়্যালসের। পরে ২০১৫ বিপিএলে ১০ ম্যাচেই ২ জয় নিয়ে অনাকাক্সিক্ষত এই রেকর্ড স্পর্শ করে চিটাগং ভাইকিংস। ২০১৭ সালে ১২ ম্যাচে ২টি জিততে পেরেছিল খুলনা টাইটান্স। বিপিএলে চিটাগংয়ের তিক্ত অভিজ্ঞতা আছে আরও। ২০১৭ বিপিএলে তারা শেষ করে ১২ ম্যাচে তিন জয় নিয়ে। ২০১৩ বিপিএলে খুলনা রয়্যাল বেঙ্গলস ১২ ম্যাচে জিতেছিল কেবল ৩টি।

এমন করুণ দশায় বিপিএল শেষ করার পর দলের ভারপ্রাপ্ত অধিনায়ক আন্দ্রে ফ্লেচার বললেন সব মিলিয়েই তারা ছিলেন দৃষ্টিকটুভাবে বাজে, ‘যে কোন অধিনায়কই হতাশ হবে। বিশ্রি পারফরম্যান্স। ব্যাটিং, বোলিং সব মিলিয়ে সবচেয়ে বাজে খেলেছি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ