Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৩:৩০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবীব, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফ উদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, সালাহউদ্দিন তরুন, আসাদুর রহমান আসাদ এক যুক্ত বিবৃতিতে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর আমলে বিচারহীনতার সংস্কৃতির কারণে ঢাকা বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রীকে ধর্ষণের ঘটনার মতো নারকীয় ও অমানবিক ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। নৈতিকতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের অভাবই এজন্য দায়ী। আজ সমাজে মা-বোনেরা কেউই নিরাপদ নয়। গত ৮ বছরে দেশে ৮০৭৮ জন নারী-শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। গণতন্ত্রহীণতা, আইনের শাসনের অভাব ও বিচার বিভাগের স্বাধীনতা না থাকার কারণেই এই ধরণের পৈশাচিক ও বর্বরোচিত ধর্ষণের ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে নরপিশাচরা। দেশে এখন এক চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এধরণের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ