Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রংপুরকে বিদায় করে শেষ চারে ঢাকা প্লাটুন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

হারলেই বিদায়। এমন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। প্রথমে বল হাতে ঢাকা প্লাটুনকে মাত্র ১৪৫ রানেই আটকে দিয়েছিল মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ-মোহাম্মদ নবীরা। তবে ব্যাট হাতে মোহাম্মদ নাঈম-শেন ওয়্টাসন-ক্যামরুন ডেলপোর্তরা পারলেন না। বোলারদের দারুণ সাফল্য ¤øান হয়ে গেল ব্যাটসম্যানদের ব্যর্থতায়। রংপুর গুটিয়ে গেল লক্ষ্য তাড়া থেকে ৬১ রান দূরে। সেই সঙ্গে নিজেদের নিয়ে গেল সকল সমীকরণের উর্ধ্বে। এবারের আসর এখানেই কার্যত শেষ। অন্যদিকে মাশরাফি মুর্তজার দল পৌঁছে গেল শেষ চারে।

গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। নিজেদের ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ঢাকা। জবাবে ১৫.৩ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় রংপুর।

এরআগে প্রথমে ব্যাটহাতে ঢাকার দুই ওপেনারকে স্বাচ্ছ¡ন্দে খেলতে দেননি মুস্তাফিজ-আরাফাত সানি। দলীয় ২৬ রানের মাথায় গ্রেগরি তুলে নেন এনামুল হককে। একটু এগুতেই নবীর ঘূর্ণিতে মেহেদীর বিদায়। টিকতে পারেননি আরিফুলও। নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুলও সঙ্গ দিতে পারলেন না তামিমকে। যোগ্য সঙ্গের অভাবে একসময় ধৈর্যচ্যুতি ঘটে তামিমেরও। তিনি ৪০ রানের ইনিংস খেলে ফিরে যান সাঝঘরে। আসিফ আলি-থিসারা পেরেরাতে ভরসা ছিল ঢাকার। তবে ব্যাটহাতে কেউই পারলেন না দলের প্রয়োজনে হাল ধরতে। সংগ্রহ ১২০ পার হবে কিনা? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, ছিক তখনই ব্যাটসম্যান বনে যান পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান। ১৯ বলে খেলেন ৩১ রানের অপরাজিত ইনিংস। রানের চাকা বাড়াতে চেষ্টা করেছেন মাশরাফিও। প্রথম বলে ছয় মেরে দ্বিতীয় বলেই ফেরেন তিনি। অবশ্য শেস পর্যন্ত দেড়শর কাছাকাছি (১৪৫) একটি মাঝারি সংগ্রহ পেয়ে যায় ঢাকা। মুস্তাফিজ ও তাসকিন ৩টি করে উইকেট পান। নবী নেন ২টি উইকেট।

রান তাড়ায় প্রথম ওভারেই বড় দুটি ধাক্কা খায় রংপুর। মেহেদীর পঞ্চম ব্েযল নাঈম ফেরেন তামিমের হাতে ক্যাচ দিয়ে। শেষ বলে শেন ওয়াটসনও লেগ বিফোরের শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এই যে ব্যাকফুটে পড়ল রংপুর, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ক্যামেরুন ডেলপোর্ত (২০), আল আমিন (২৩) ও নবী (১২) পেরুতে পেরেছেন কেবল দুই অঙ্ক। বাকিরা ছিলেন আসা-যাওয়ার ব্যস্ততায়। ব্যাটসম্যানদের এই হতশ্রী পারফরমেন্সে সুযোগ পেয়েও তা হাতছাড়া করল রংপুর। মেহেদী হাসান সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া মাশরাফি, ফাহিম ও শাদাবের ঝুলিতে ছিল ২টি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন মাহমুদ। ব্যাটে-বলে দুর্দান্ত থেকে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শাদাব খানের হাতে।

পয়েন্ট টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা। সমান পয়েন্ট নিয়ে তিনে রাজশাহী। চারে থাকা খুলনার পয়েন্ট ১২, পাঁচে থাকা কুমিল্লার পয়েন্ট ১০। এখন শেষ চারের তিনটি দলই নিশ্চিত। চারের জন্য লড়াই হবে খুলনা ও কুমিল্লার মাঝে। আর আগেই বিদায় নেয়া সিলেটের সঙ্গী হল রংপুর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা প্লাটুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ