অনিয়ম-সংঘাত-সংঘর্ষ

সংঘাত-সংঘর্ষ, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, জাল ভোট ও নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় একটি প্যাভিলিয়নে অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যায় এ অগ্নিকান্ড ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রায়হান জানান, সন্ধ্যা ৭টা ১২ মিনিটের সময় বাণিজ্যমেলার একটি প্যাভিলিয়নে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে ৭টা ৪০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ওই অফিসার বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে সময় লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।