শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউসের
রাজধানীর ধানমন্ডি এলাকার এক বাসায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জাল টাকা তৈরির কারখানায় র্যাবের অভিযান চলছে। অভিযান শেষে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।