Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমি হয়তোবা পাকিস্তানে যেতাম :মাশরাফি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ৮:৩৩ পিএম

দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সুযোগ থাকলে আসন্ন পাকিস্তান সফরে যেতেন তিনি। সম্প্রতি বাংলাদেশ দলের পাকিস্তান সফর ইস্যুতে বেশ তালগোল পেকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে যাওয়া না যাওয়ার বিষয়টি। ইতোমধ্যে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। এমন অবস্থায় মাশরাফি কি করতেন, তিনি কি পাকিস্তান যেতেন? জবাব, ‘হ্যাঁ, অবশ্যই যেতাম।’

আজ (শুক্রবার) বঙ্গবন্ধু বিপিএলের ৩৯তম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান সফর ইস্যুতে কথা বলেন তিনি। মাশরাফি বলেন, ‘একদম সত্যি করে যদি বলতে বলেন আমি হয়তোবা যেতাম। দিনশেষে আমি অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলতাম। তবে জানিনা আমার পরিবার কি বলত, এ নিয়ে আমার এই প্রথম আলোচনা হচ্ছে। আপনি যদি শুধু যেতে চাই কিনা জিজ্ঞেস করতেন তাহলে হয়তো আমি বলব যেতাম, হয়তোবা। কিন্তু নিশ্চিত না, বাকিটা আমার পরিবারের মতামতের ওপর নির্ভর করত।’

অনেকেই যেতে চাইছেন আবার অনেকে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘এই প্রশ্নের উত্তর এটার মানে এই না যে যারা যেতে চায় না বা যাবে না তারা ভুল। অবশ্যই খেলার চাইতে জীবন অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত কল সবার থেকে গুরুত্বপূর্ণ, যে যেটা কল দিবে যে আমি যেতে চাই যেতে চাই না অবশ্যই তাদের মতামতকে সম্মান দিতে হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ