Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সান্তাহারে জমেনি ঈদ মার্কেট দোকানিরা দুশ্চিন্তায়

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা

ঈদ আসন্ন, বগুড়ার সান্তাহার শহরে জমে উঠেনি ঈদ মার্কেট। এবারের ঈদ মার্কেট জমে না উঠার কারণ হিসাবে জঙ্গি দমনে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযান, অভিযানের আওতায় রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলসহ যানবাহন আটক, বাজারে কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলানো ফসলের দাম কমসহ নানা ব্যাখ্যা পাওয়া গেছে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে। বিগত বছরগুলোতে রমজানের শুরু থেকে শহরের মার্কেটগুলোতে রাতদিন সমানতালে বেচাকেনা হতে দেখা গেছে। এবার ২২ রমজান অতিবাহিত হলেও শহরের প্রাণকেন্দ্র সোনার বাংলা, দাস ম্যানসন, আন্ডার গ্রাউন্ড মফিজ মার্কেট, সজল মার্কেট, মজিবর রহমান সুপার মার্কেট, মিয়াজান মার্কেটসহ সদর পথের দোকানে ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় দেখা যাচ্ছে না। ঈদকে সামনে রেখে ব্যাংক এনজিওর নিকট থেকে ঋণ নিয়ে দোকানে মজুত করা হয়েছে ক্রেতাদের পছন্দনীয় জিনিসপত্র। এবার বেচাকেনার মন্থরগতি দেখে চিন্তিত হয়ে পড়েছেন দোকান মালিকরা। মজুত করা মালামাল বিক্রি না হলে এবার দোকানিদের ব্যাপক লোকসান গুনতে হবে বলে অনেক দোকানিরা জানিয়েছেন। শহরের সোনার বাংলা মার্কেটের দেওয়ান গার্মেন্টসের মালিক নিজাম দেওয়ান, তালুকদার বস্ত্রালয়ের মালিক কবির হোসেন, সজল মার্কেটের দোকানদার মুছা হক টুটুল, গোলাম মোস্তফা জানান, ঈদ মার্কেটে এখন পুরো সময় তারপরও বেচাকেনা বাড়ছে না। এবার বেচাকেনা না হওয়ার কারণ হিসাবে নাম না জানানোর স্বার্থে শহরের কয়েকজন স্বনামধন্য ব্যাসায়ীরা জানান, জঙ্গি দমনে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, রেজিস্ট্র্রেশনবিহীন মোটরসাইকেলসহ যানবাহন আটক এবং কৃষকদের চলতি মৌসুমের ইরি-বোরো ধানের দাম কমের কথা উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সান্তাহারে জমেনি ঈদ মার্কেট দোকানিরা দুশ্চিন্তায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ