Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০১৮ সালে মধ্যপ্রদেশে সর্বাধিক ধর্ষণ মামলা নথিভুক্ত

রিপোর্ট পেশ এনসিআরবির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

দেশে ধর্ষণ বাড়ছে। অথচ এই অপরাধের বিচার ব্যবস্থার কোনও ধরনের সুরাহা হচ্ছে না। আজও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারের অপেক্ষা করতে হয় দীর্ঘদিন। জানা গিয়েছে, ২০১৬ থেকে টানা তিন বছর ২০১৮ পর্যন্ত ধর্ষণের জন্য শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। এই রাজ্যে গত তিনবছরে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা নথিবদ্ধ হয়েছে। ২০১৮ সালের রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) বুধবার এক রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০১৮ সালে দেশের মোট ৩৩,৩৫৬টি ধর্ষণের মামলার মধ্যে মধ্যপ্রদেশে ১৬ শতাংশের বেশি মামলা নথিভুক্ত হয়েছে।এই বছরেই ৫,৪৩৩টি ধর্ষণের মধ্যে ৬ বছরের নীচে শিশুদের ৫৪টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। ২০১৬ এবং ২০১৭ সালেও মধ্যপ্রদেশ ধর্ষণ মামলায় শীর্ষে ছিল। তবে ২০১৮ সালের তুলনায় ২০১৭ সালে ধর্ষণের মামলা কম নথিভুক্ত হয়েছে। বেশিরভাগই ১৮ বছর বা ৬ বছরের নীচে ধর্ষণের শিকার এনসিআরবি জানিয়েছে, সরকারি সংস্থাগুলি ধর্ষণের তথ্য সংগ্রহ করতে এবং ক্রাইম ডাটা বিশ্লেষণ করতেও ব্যর্থ হয়েছে। তা সত্তে¡ও ২০১৬ সালের তুলনায় ২০১৮ সালে ধর্ষণের সংখ্যা অনেকটাই বেশি। ২০১৬ সালে মধ্যপ্রদেশে ৪,৮৮২টি ধর্ষণ নথিভুক্ত হয়েছে। এর পাশাপাশি ২০১৮ সালে ১৮ বছরের নীচে ধর্ষণ হয়েছে এমন মামলার সংখ্যা ২,৮৪১টি। এরই মধ্যে ছয় বছরের নীচে শিশুদের ধর্ষণ করা হয়েছে তার সংখ্যা ৫৪টি এবং ৬ থেকে ১২ বছরের নীচে ধর্ষিতার সংখ্যা ১৪২জন। এনসিআরবি থেকে জানা গিয়েছে যে, ২০১৮ সালে ১,১৪৩টি ধর্ষণের মামলায় ধর্ষিতার বয়স ১২ থেকে ১৬ বছর এবং ১৬ থেকে ১৮ বছরের আক্রান্তের সংখ্যা ১,৫০২টি। অপরদিকে, ২০১৬ সালে ১৮ বছরের নীচে আক্রান্তের সংখ্যা ছিল ২,৪৭৯জন এবং ৩৯ জন ছিল ছ›বছরের নীচে শিশু। এনসিআরবি তালিকায় আরও রাজ্যের নাম ২০১৭ সালে এনসিআরবি জানিয়েছে, ১৮ বছর বা তার নীচে ধর্ষিতার সংখ্যা ছিল ৩,০৮২জন এবং ৫০ জন ছিল ছ›বছর বা তার নীচে। মধ্যপ্রদেশের পরই রয়েছে রাজস্থান (৪,৩৩৫), উত্তরপ্রদেশ (৩,৯৪৬), মহারাষ্ট্র (২,১৪২) এবং ছত্তিশগড় (২,০৯১)। মধ্যপ্রদেশ প্রসিকিউশন বিভাগের দেওয়া তথ্য অনুসারে, রাজ্যের আদালতগুলি ২০১৮ সালে কিশোরীদের বিরুদ্ধে ধর্ষণের ১৮ টি মামলায় দোষীদের মৃত্যদন্ড দিয়েছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ