Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বীমা অফিসও বন্ধ থাকবে ৪ জুলাই

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ৪ জুলাই (সোমবার) দেশের সকল বীমা কোম্পানি ও বীমা কর্পোরেশনে ছুটি ঘোষণা করেছে। সংস্থটি সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে জনস্বার্থে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ জুলাই সকল বীমা কোম্পানি এবং বীমা কর্পোরেশনে ছুটি ঘোষণা করা হলো। তবে ৪ জুলাই (সোমবার) ছুটির পরিবর্তে আগামী ১৬ জুলাই (শনিবার) অফিস খোলা থাকবে। উল্লেখ্য, গত ২২ জুন (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই (সোমবার) সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস খোলা থাকবে। ফলে এবারের ঈদে টানা ৯ দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বীমা অফিসও বন্ধ থাকবে ৪ জুলাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ