Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে আরও মুসলিম দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও কয়েকটি দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে চিন্তা করছে হোয়াইট হাউস। নির্বাচনের বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে আরও ফোকাস করতে এমন কিছু করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট ছয় জনের বরাত বিষয়টি উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউস নতুন একটি পরিকল্পনা তৈরি করেছে। যেটি ২০১৭ সালে নির্বাহীদের দেয়া বহুল আলোচিত আদেশকে (ভ্রমণ নিষেধাজ্ঞা) একত্র করবে। এতে নতুন করে কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। নতুন নিষেধাজ্ঞায় যেসব দেশ অন্তর্ভুক্ত হবে তাদের কাছে বিষয়টি অস্পষ্ট থাকবে। যদিও এটি এখনো নির্ধারণ করা হয়নি বলে ওই দুই ব্যক্তি জানিয়েছেন। তবে কয়টি দেশ নতুন করে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। কিন্তু নিষেধাজ্ঞা পেতে যাওয়া দেশগুলো বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে বলে জানিয়েছে এপিতে সাক্ষাৎকার দেয়া দুই কর্মকর্তা। ২০১৭ সালের শেষের দিকে অনেক মামলা মোকদ্দমার পর ছয় দেশের নাগরিকরদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। সেখানে ম‚লত ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল রাখা হয়। বর্তমানে পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশসহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। মুসলিম দেশগুলো হলো- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও
ইয়েমেন। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ