Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৬ ঘণ্টা বন্ধা থাকার পর শাহজালালে বিমান ওঠানামা শুরু

৬ ঘণ্টা বন্ধা থাকার পর শাহজালালে বিমান ওঠানামা শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:৫২ পিএম

রাজধানীতে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘন্টা বন্ধা থাকার পর বিমান ওঠা-নামা শুরু হয়েছে। আজ সোমবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের বিমান চলাচল বন্ধ ছিল। পরে আজ সকালে কুয়াশা চলে গেলে দৃষ্টিসীমা বাড়ার পর বিমান ওঠানামা শুরু হয়।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, সোমবার ভোর সোয়া তিনটা থেকে বিমানবন্দরে দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এরপর সকাল সোয়া ৯টা থেকে আবার উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।

বিমান ওঠানামা বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে বিমানের নিয়মিত শিডিউল। ভোর থেকে কোনো বিমান অবতরণ করেনি। এর মধ্যে কয়েকটি বিমান ভারতের কলকাতায় অবতরণ করে। ঘন কুয়াশার কারণে বেশ কিছু বহির্গামী ফ্লাইট রিসিডিউল করা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ