Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার , ৩০ জানুয়ারী ২০২০, ১৬ মাঘ ১৪২৬, ০৪ জামাদিউস সানি ১৪৪১ হিজরী
শিরোনাম

আমেরিকা স্থায়ী হওয়ার বিষয়টিকে গুজব বললেন শাকিব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চিত্রনায়ক শাকিব আমেরিকায় গ্রিন কার্ডের আবেদন করেছেন এবং সেখানেই স্থায়ী হবেন এমন সংবাদ চলচ্চিত্রাঙ্গণে চাউর হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি অনলাইন সংবাদ মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। এ সংবাদে বিস্মিত হয়েছেন শাকিব। বিষয়টিকে গুজব ও ভিত্তিহীন আখ্যায়িত করে তিনি বলেন, মাঝে মাঝে এমন সব সংবাদ শুনি যা আমার মাথার উপর দিয়ে যায়। কিছু অনলাইন সংবাদমাধ্যম এই ধরনের খবর প্রকাশ করেছে। যা দেখে অবাক হয়েছি। আমার সাথে কথা না বলেই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমার বিষয় আমিই জানি না, তারাই বেশি জানে। এটা গুজব ছাড়া আর কিছুই না। আমার ভক্ত ও শুভাকাক্সক্ষীদের এমন ভিত্তিহীন সংবাদে কান না দেয়ার অনুরোধ করছি। এদিকে, স¤প্রতি শাকিব খান কাজী হায়াত পরিচালিত বীর সিনেমার শুটিং শেষ করেছেন। শাহীন সুমন পরিচালিত ক্রিমিনালসহ শাহেনশাহ নামে আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ