Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুষারধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ৩:০০ পিএম | আপডেট : ৩:১৩ পিএম, ১৪ জানুয়ারি, ২০২০

ভারতের জম্মু-কাশ্মীরের তুষারধসে চাপা পড়ে তিন ভারতীয় সেনার করুণ মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক সেনা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে হঠাৎ তুষার ধসে চাপা পড়ে যায় একটি সেনা চৌকি।

ওই সময় ওই চৌকিতে ছিলেন কয়েক জন সেনা। কিছু বুঝে ওঠার আগেই তুষারধস হুড়মুড়িয়ে এসে পড়ে সেনা তাদের ওপর।

সেনা সূত্রের বরাতে খববে আরও বলা হয়, চার সেনাকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে গেল চিকিত্সকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিত্সা চলছে।

গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাত হয় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায়। বেশ কয়েকটি তুষারধসও নামে। বেশ কয়েক জন সেনা তুষারধসে চাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

এর আগে সোমবার সোনমার্গের গাণ্ডেরবালে অন্য একটি তুষারধসের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। উদ্ধার করা হয়েছে আরও চারজনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ