Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পাকিস্তানের পাশে থাকা উচিত’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ৪:১২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই পাকিস্তানে লম্বা সফরে যেতে অনিচ্ছুক ছিল। এরপর আবার যোগ হয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কথা চালাচালির মধ্যে এক পর্যায়ে সফরের সম্ভাবনা দেখা দিলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থায় বদলে গেছে পরিস্থিতি। টেস্ট নয়, কেবল টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অবস্থার কারণে পাকিস্তান সফরে বিসিবির টেস্ট না খেলার যথাযথ কারণ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। সেইসঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পাকিস্তানের পাশে থাকা উচিত বলে মনে করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘করাচি থেকে তেহরান প্রায় আড়াই হাজার কিলোমিটার দূর। আর বাগদাদ হচ্ছে সাড়ে তিন হাজার কিলোমিটার। বাংলাদেশ মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে রাজি না, কারণ কোনো রিস্ক নিতে চাচ্ছে না তারা। এই বিষয়টি যদি আপনার বুঝে আসে আমাকেও একটু বুঝিয়ে দেন। আমার তো বিষয়টি বুঝেই আসছে না।’
‘সেটাই (মধ্যপ্রাচ্যের অস্থিরতা) যদি কারণ হয় তাহলে তো এশিয়ার কোনো জায়গার অবস্থাই ভালো না। তাই বলে কি এশিয়ায় ক্রিকেট খেলা আয়োজন করা বাদ দিয়ে দেবে? এশিয়ায় ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে? ইংল্যান্ডের ব্রিজে ও রাস্তাঘাটে মানুষজন ছুরি নিয়ে হামলা করছে, অস্ট্রেলিয়ায় চলছে ভয়াবহ দাবানল, ওসব জায়গায় তো ক্রিকেট বন্ধ নেই।’
‘এই সময়ে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পাকিস্তানের পাশে থাকা উচিত। আমি ঐ বিষয়ে আসছি না যে পাকিস্তানের বাংলাদেশের ক্রিকেটে উন্নয়নের জন্য কী কী করেছে, এসব বাদই দিলাম। বাংলাদেশ তো এখন পারত সহায়তার হাত বাড়াতে, কিন্তু এমনটি তো হচ্ছে না। এখন মনে হচ্ছে আইসিসির এবার হস্তক্ষেপ করা উচিত। কারণ পাকিস্তানে আম্পায়ার এবং ম্যাচ রেফারি পাঠিয়েছে আইসিসি। সুতরাং প্রমাণিত হয়েছে পাকিস্তানে ক্রিকেট নিরাপদ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ