মশার উৎপাতে নগরবাসী অতিষ্ঠ

মশার উপদ্রবে রাজধানীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাত্রে তো বটেই, দিনেও মশার আক্রমণ থেকে তারা
বর্তমানে পরিবেশ দূষণের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি করছে শব্দদূষণ। মানুষের শ্রবণশক্তির একটা নির্দিষ্ট সীমা থাকে। সেই সীমা অতিক্রম করলেই সৃষ্টি হয় শব্দদূষণের। রাস্তায় বিভিন্ন পরিবহন উচ্চ স্বরে যে হর্ন বাজায়, তা খুবই বিরক্তিকর ও ক্ষতিকর। একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ স্বরে মাইক বাজিয়েও শব্দদূষণ করা হচ্ছে। এতে প্রাপ্তবয়স্কদের সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাও। অতিরিক্ত শব্দের কারণে তাদের পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে ও ঘুমে সমস্যা হচ্ছে। এখন প্রাথমিক সমাপনী পরীক্ষা চলছে। অন্তত এই সময়টিতে সারাদেশে উচ্চ স্বরে মাইক বাজানো বন্ধ রাখা দরকার। শব্দদূষণ রোধে পরিবহনে হর্ন বাজানো ও উচ্চ স্বরে মাইক বাজানোর বিষয়ে কড়াকড়ি আরোপ করা দরকার। এ বিষয়ে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজী সুলতানুল আরেফিন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।