বোয়ালমারী পৌর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী লিপন বিজয়ী

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত সোমবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এসময় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়। গতকাল মঙ্গলবার সকালে এ হামলা ও লুটপাট ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানা যায়, উপজেলার ধরখার ইউনিনের রুটি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে একই গ্রামের আহাদ মিয়া ও আলামীনের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় আহাদ মিয়ার নেতৃত্বে ২০/২৫জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলামীন ও তার লোকজনের উপর হামলা ব্যাপক হামলা চালায়। এতে আলামীনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় ৮টি ঘরে ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেয়। ধরখার ফাঁড়ির ইনচার্জ এস.আই. রকিবুল জানান, পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।