Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দর্শকদের প্রতি জামালের আহবান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মুজিববর্ষের প্রথম ক্রীড়া আসর বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ থেকে। এদিন বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। ছয় দলের অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা শেষ হবে ২৫ জানুয়ারি। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের দর্শকদের প্রতি আহŸান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। স্টেডিয়ামের গ্যালারীতে বসে খেলা দেখতে দর্শকদের অনুরোধ করেছেন তিনি। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ অন্তত দু’টি এবং সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। দর্শকরা এসব ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করলে তিনি খুশি হবেন বলেন জানান। এবার বাংলাদেশের ফুটবল পাগল দর্শকদের ভালো কিছু উপহার দিতে চান জামাল। তার লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা জেতা। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি গ্যালারীর সমর্থন চাচ্ছি। আমি চাই মানুষ যেনো স্টেডিয়ামে আসে। তারা যদি বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দিতে মাঠে আসে, আমি অনেক খুশি হবো। আশা করি, আমরাও তাদের ভালো কিছু দিতে পারবো।’

উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনকে হারাবে বাংলাদেশ-এমন আশাবাদ ব্যক্ত করে জামাল ভূঁইয়া বলেন, ‘বুধবারের ম্যাচ তো বিকেল ৫টায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আপনাদের সবার সঙ্গেই দেখা হবে আশা করি। ইনশাআল্লাহ আমরা ১-০ ব্যবধানে ম্যাচ জিতবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শক

১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ