Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারাভানের বক্তব্য দায়িত্বহীন বাগাড়ম্বরতা মাত্র : আসিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পাকিস্তান সেনাবাহিনীর ২২৮তম কোর কমান্ডার সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সামরিক নেতাদের ‘দায়িত্বহীন বাগাড়ম্বরতা’সহ এই অঞ্চলের ভ‚-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে মঙ্গলবার। সম্মেলনে সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। সেনা বাহিনীর শীর্ষ কমান্ডাররা এতে অংশ নেন। গত শনিবার ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন যে সরকার যদি আদেশ দেয় তাহলে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে আজাদ কাশ্মির দখল করতে প্রস্তুত। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান আইএসপিআরের প্রধান মেজর জেনারেল আসিফ গফুর বলেন : পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সামরিক নেতৃত্বের তথা নারাভানের বক্তব্য একটি দায়িত্বহীন বাগাড়ম্বরতা মাত্র। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল বাজওয়াকে উদ্ধৃত করে তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনরকম আপোষ না করে আমরা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় দায়িত্বপ‚র্ণ ও ইতিবাচক ভ‚মিকা পালন করে যাবো এবং যেকোন ম‚ল্যে মাতৃভ‚মিকে রক্ষা করবো। সম্মেলনে অন্যান্য যেসব বিষয়ে আলোচনা হয় সেগুলোর মধ্যে রয়েছে ভ‚-কৌশলগত, আঞ্চলিক ও আঞ্চলিক নিরাপত্তা; জঙ্গি আইএস, পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি। ভারত অধিকৃত কাশ্মিরের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আইএসপিআর ডিজি জানান, ফোরামে মধ্যপ্রাচ্যের বিকাশমান নিরাপত্তা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় এর প্রভাব নিয়েও আলোচনা করা হয়েছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ