Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কের পাশে আছে জাতিসংঘ

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে ইস্তানবুল শহরের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আরও অন্তত ১৪৭ জন আহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে তুরস্কে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার এবং তুর্কি সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আশা করেন, দ্রুতই তুরস্কের জনগণ এই আঘাত সামলে উঠতে পারবেন। বিবৃতিতে বান কি-মুন বলেন, তিনি আশা করছেন, এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যেই শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তিনি তুরস্কের পাশে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন। বান কি-মুন সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কের পাশে আছে জাতিসংঘ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ