Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০, ০৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৮ রবিউস সানি ১৪৪২ হিজরী

মাওলানা আবদুল হান্নানের স্মরণ সভা

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম


ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদরাসা মসজিদে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ-সভাপতি ও নিজকুঞ্জরা ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মরহুম মাওলানা মো. আবদুল হান্নানের স্মরণে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভূঁঞার সভাপতিত্বে ও ছাগলনাইয়া উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক, নিজপানুয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ইউনুছের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাইয়াবিবি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন, নিজকুঞ্জরা আলীম মাদরাসার প্রভাষক ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিটন ও দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা মোহাম্মদ নিজাম উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারোগারহাট আবুল কাসেম ইসলামীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম, কন্ট্রাকক্টর মসজিদ ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার সফিকুল ইসলাম, উত্তর কুহুমা ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আনোয়ার উল্যাহ, মির্জার বাজার ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মোস্তফা, আমজাদহাট নওয়াজ ফয়জুন্নেছা ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জয়নাল আবদীন, চম্পকনগর ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা রেজাউল করিম প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন