Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিন সংস্করণেই পাকিস্তানের জয় দেখছেন গুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ৪:৫৩ পিএম

বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তার আগে ঘটে গেছে কতই না নাটকীয়তা। অবশেষে চুড়ান্ত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। শুরুতে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও এখন যোগ হয়েছে একটি ওয়ানডে। ঘরের মাঠে হতে যাওয়া সিরিজের তিন সংস্করণেই পাকিস্তানের জয় দেখছেন দেশটির পেসার উমর গুল। তবে বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ, সেই সতর্কবার্তাও দিয়ে রেখেছেন ‍তিনি পাকিস্তানকে।

গত সপ্তাহে দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে ঘরের মাঠের সিরিজ চূড়ান্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও তিন সংস্করণের সিরিজ তিন ধাপে আয়োজন করবে তারা। শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে চলে আসবে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে খেলবে একটি টেস্ট। আর তৃতীয় ও শেষ ধাপে দ্বিতীয় টেস্ট খেলার আগে মুখোমুখি হবে এক ম্যাচের ওয়ানডেতে।

২৪ জানুয়ারি লাহোরের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান লড়াই। এই সিরিজের জন্য দওল ঘোষণা করেছে স্বাগতিকরা। অনেক সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে নতুনদের ‍সুযোগ দিয়েছেন প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক। দলে নেই মোহাম্মদ আমির-ওয়াহাব রিয়াজদের মতো অভিজ্ঞ পেসার। এরপরও তাদের একসময়কার সতীর্থ গুলের বিশ্বাস, বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণেই জিতবে পাকিস্তান।

২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে সবশেষ ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী পেসার পাকিস্তানি সংবাদমাধ্যম পাকপ্যাশনডটনেট-এ দেওয়া ‍সাক্ষাৎকারে বলেছেন, ‘পাকিস্তান সব সংস্করণেই ভালো দল, তবে সীমিত ওভারে সাফল্য সবচেয়ে বেশি। বলা হয়ে থাকে, যে দলের দিন ভালো যায়, তারাই সবসময় জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ কাজটি অনেকবার করে দেখিয়েছে, স্বাভাবিকভাবেই তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে পাকিস্তানের। তবে পাকিস্তান ঘরের মাঠে খেলবে বলে শক্তির জায়গাটা বেশি।’

তাহলে বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে কার জয়ের পাল্লা ভারি থাকছে? এই প্রশ্নে গুলের স্পষ্ট জবাব, ‘শক্তি-সামর্থ্যে পাকিস্তান এগিয়ে, তাছাড়া খেলবে ঘরের মাঠে। তাই পাকিস্তান যে বাংলাদেশের বিপক্ষে তিনটি সিরিজই জিতবে, এতে আমার কোনও সন্দেহ নেই।’

বাংলাদেশ পাকিস্তান সফরে আসতে রাজি হওয়ায় বিসিসিকে ধন্যবাদও দিয়েছেন এই পেসার, ‘বিসিবির পাকিস্তান সফর করাটা খুব ভালো ও বিচক্ষণ সিদ্ধান্ত। শ্রীলঙ্কা দলের পূর্ণাঙ্গ সিরিজের সময় আমরা দেখছি পাকিস্তান এখন কতটা নিরাপদ। আমার বিশ্বাস এশিয়ার সব দেশ একে অন্যকে সমর্থন দিয়ে যাবে।’

গুলের আত্মবিশ্বাসী হওয়ার পেছনে তাকে অন্তত সমর্থন করে পরিসংখ্যান। বাংলাদেশের বিপক্ষে ৮ জয়ের বিপরীতে পাকিস্তান হেরেছে মাত্র দু’টি ম্যাচে। তবে সাস্প্রতিক সময় বিবেচনা করলে এগিয়ে বাংলাদেশই। সবশেষ তিন ম্যাচে বাংলাদেশের জয় দু’টিতে। পাকিস্তানের একটিতে। অবশ্য বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। এদিক থেকে ানেকটাই এগিয়ে থাকবে স্বাগতিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ