Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬, ০২ রজব ১৪৪১ হিজরী

ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউনিসেফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৪:৪৩ পিএম

তিন সদস্য বিশিষ্ট ইউনিসেফের এক প্রতিনিধি দল বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) -এর চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ’র সাথে তাঁর দপ্তরে রোববার এক সৌজন্য সাক্ষাৎ করেন। মিস. নেহা কাপিল, চীফ, সিফরডি (কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট), ইউনিসেফ, বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ড. ডেভিড মোল্ড, প্রফেসর ইমেরিটাস, মিডিয়া, আর্টস এন্ড স্টাডিজ, ওহাইও ইউনিভার্সিটি, ইউএসএ ও মিস. ইয়াসমিন খান, সিফরডি ম্যানেজার, ইউনিসেফ, বাংলাদেশ কান্ট্রি অফিস। প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য, ইউজিসি, ড. মোঃ ফখরুল ইসলাম, পরিচালক, প্রাইভেট বিশ^বিদ্যালয় বিভাগ ও মোঃ ওমর ফারুখ, পরিচালক (চলতি দায়িত্ব), রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগ, ইউজিসি অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনাকালে প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন যে, ইউজিসি এবং ইউনিসেফ প্রথমবারের মতো যৌথভাবে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বরদের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকায় এক অনুষ্ঠানে সিফরডি রিসার্চ ফেলোশিপ ঘোষণা করবে।স্থানীয় ও বৈশি^ক চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সিফরডি কারিকুলাম আধুনিকায়নের জন্য ইউজিসি চেয়ারম্যান গুরুত্বারোপ করেন। উল্লেখ্য যে, ইউজিসি ও ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সিফরডি কারিকুলাম ও গবেষণার উন্নয়ন ২০১৭ সাল থেকে যৌথভাবে কাজ করছে।

 

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাক্ষাৎ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ