Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাবি শিক্ষক সমিতি প্রধান দুই পদসহ ৮টিতে আ’লীগও ৭টিতে বিএনপিপন্থীরা জয়ী

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ নির্বাচনে সরকারপন্থী ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী পরিষদের মোট ১৫টি পদের মধ্যে সরকারপন্থী প্যানেল থেকে মোট ৮টি পদে ও বিএনপিপন্থী ‘বহুদলীয় গনতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’ প্যানেল থেকে ৭টি পদে বিভিন্ন শিক্ষক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ৫০৬জন ভোটারের মধ্যে ৪৭৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সরকারপন্থী প্যানেল থেকে বাকি নির্বাচিতরা হলেন অধ্যাপক ফরিদ আহমেদ (সদস্য), অধ্যাপক মো: আনোয়ার খসরু পারভেজ(সদস্য), অধ্যাপক মো. ওয়াদিজ্জামান(সদস্য), অধ্যাপক মো. খালেদ হোসাইন(সদস্য), অধ্যাপক মো, শাহেদুর রশিদ(সদস্য), শেখ মো: মনজুরুল হক( সদস্য)। অপরদিকে বিএনপি পন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন অধ্যাপক ফিরোজা হোসেন (সহ-সভাপতি), অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন (কোষাধ্যক্ষ), সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম (যুগ্ম-সম্পাদক), অধ্যাপক আবেদা সুলতানা (সদস্য), অধ্যাপক মাহবুব কবির (সদস্য), অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার (সদস্য), অধ্যাপক শামীমা সুলতানা (সদস্য)। এবারের নির্বাচনে বামপন্থী শিক্ষকরা কোন পদে প্রতিদ্বন্ধিতা করেন নি। এর আগে, গত দুই নির্বাচনে আওয়ামী ও বিএনপিপন্থী শিক্ষকরা বিভিন্ন পদ ভাগাভাগি করে নেয়। ২০১৪ সালে সাবেক ভিসি আনোয়ার হোসেনের বিরুদ্ধে আন্দোলনের সময় অনুষ্ঠিত নির্বাচনে বড় দুটি রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট শিক্ষকরা জোটবদ্ধ হয়ে শিক্ষক সমিতির ১৫টি পদ ভাগ করে নিয়েছিলেন। ২০১৫ সালের নির্বাচনেও ‘ভাগাভাগিতে’ আওয়ামীপন্থী শিক্ষকরা নয়টি এবং বিএনপিপন্থী শিক্ষকরা ছয়টি পদে নির্বাচিত হন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি শিক্ষক সমিতি প্রধান দুই পদসহ ৮টিতে আ’লীগও ৭টিতে বিএনপিপন্থীরা জয়ী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ