Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিলি বন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

হিলি স্থলবন্দরের গুরুত্ব বিবেচনা করে অবকাঠামো ও বন্দরের সম্প্রসারনের উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে সরকার। বন্দর সম্প্রসারণ করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। হিলি স্থলবন্দর পরির্দশনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।
গতকাল রবিবার দুপুরে হিলি স্থলবন্দর পরির্দশনে আসেন তিনি। এসময় তিনি বন্দরের বেসরকারি অপারেটর পানামা ওয়ার হাউজসহ বন্দরের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, হিলি কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নান, বেসরকারি অপারেটর হিলি পানামা পোর্টের পরিচালক অনন্ত কুমার চক্রবর্তীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ