Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক : আক্রান্ত আরও ১৩৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

চীনে রহস্যজনক ভাইরাসে নতুন করে আরও বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। গত দুদিনে নতুন করে আরও ১৩৯ জনের এই ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারা সবাই উহান প্রদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু গত দু’দিনে উহান ছাড়াও চীনের অন্যান্য স্থানেও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হওয়া ১৩৯ জন উহান, বেইজিং এবং শেনজেনের বাসিন্দা। সিনহুয়া এ খবর জানায়। এদিকে, প্রাণঘাতি করোনা-ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চরম উদ্বেগ দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে অন্তত তিনজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ইতোমধ্যে আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এ অবস্থায় সিঙ্গাপুর, হংকং এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। চীনে দ্রুতই ছড়িয়ে পড়ছে মারাত্মক করোনা ভাইরাস। চীনের হুবেই প্রদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি ভাইরাস উহান-এ নতুন করে ১›শ ৩৯ জন আক্রান্ত্র হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ভাইরাসটি আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ওহুান শহরের পাশেই নিউমোনিয়া সদৃশ এ ভাইরাসটিতে আক্রান্তে খবর পায় চিকিৎসকরা। রয়টার্স, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ