Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিআইডব্লিউএ চেয়ারম্যান গোলাম সাদেকের যোগদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউএ)’তে সম্প্রতি চেয়ারম্যান পদে নৌ-বাহিনী হতে প্রেষণে কমডোর গোলাম সাদেক যোগদান করেন। রংপুর ক্যাডেট কলেজের ষষ্ঠ ব্যাচের প্রাক্তন ছাত্র কমডোর গোলাম সাদেক ১৯৮৯ সালের পহেলা জুলাই বাংলাদেশ নৌ-বাহিনীতে কমিশন লাভ করেন। নৌ-বাহিনীর মৌলিক প্রশিক্ষণ তিনি রাজকীয় মালয়েশিয়ান নৌ-বাহিনী থেকে গ্রহণ করেছেন। কমডোর সাদিক নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমান্ড করেছেন। এর মাঝে উল্লেখযোগ্য হলো মিসাইল বোট, পেট্রল ক্রাফট, মাইন সুইপার, অফশোর পেট্রোল ভেসেল ও ফ্রিগেট। তিনি নৌ-বাহিনীর তিনটি প্রশিক্ষণ ঘাটি শহীদ মোয়াজ্জেম. ঈসা খান ও বাংলাদেশ নেভাল একাডেমির অধিনায়কত্ব করেন। এছাড়া স্টাফ অফিসার হিসাবে নৌ-প্রধানের ফ্ল্যাগ লেফটেন্যান্ট, নৌ-সদরে প্রøানিং দপ্তরের উপ-পরিচালক, কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চীফ স্টাফ অফিসার ও কমান্ডার বিএন ফ্লীটের স্টাফ অফিসার অপারেশান্স হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের রাজকীয় নৌ-বাহিনী, মিরপুর স্টাফ কলেজ, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনী ওয়ার কলেজ ও বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআইডব্লিউএ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ