Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুরুন্ডি ম্যাচেই ‘ফিরছেন’ জামাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম


প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল- সেটা প‚রণ হয়েছে বাংলাদেশ কোচ জেমি ডের। এখন তার চোখ ফাইনালে। লক্ষ্যের দ্বিতীয় ধাপ প‚রণ করতে বাংলাদেশকে হারাতে হবে বুরুন্ডি নামের এক আফ্রিকান দলকে। যে দলটি বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নাম হলেও ফিফা র‌্যাংকিং বলছে, তারা আফ্রিকা অঞ্চলে বেশ মাথা উঁচু করেই আছে। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে তাদের যোগ্যতার প্রমাণও করেছে দলটি। সহজ দুই জয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এই বুরুন্ডির বিপক্ষে লড়েই ফাইনালের টিকিট কাটতে হবে স্বাগতিকদের। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি আপাত স্বস্তি দিয়েছে জেমি ডে’কে। কিন্তু বাংলাদেশ কোচের দুর্ভাবনার শেষ নেই। বুরুন্ডির বিপক্ষে সেমি-ফাইনালের আগে চোট আর কার্ডের ধাক্কায় যে জেরবার অবস্থা!

দলে চোট হানা দিয়েছে অনেক আগে থেকে। নাবীব নেওয়াজ জীবন ও টুটুল হোসেন বাদশা অসুস্থতার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি। ক্যাম্প শুরুর পর ফ্লুতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার ইয়াসিন খান ও গোলরক্ষক শহীদুল আলম সোহেল। গ্রæপ পর্বে ফিলিস্তিনের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া অধিনায়ক জামাল ভ‚ইয়া খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে। বুরুন্ডির বিপক্ষে অবশ্য খেলার আশাবাদ জানিয়েছেন এই মিডফিল্ডার।

শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তপু বর্মন। বঙ্গবন্ধু গোল্ড কাপে আগামীকাল বুরুন্ডির বিপক্ষে সেমি-ফাইনালে খেলতে পারবেন না এই ডিফেন্ডার। টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি গোল (৭টি) দেওয়া দল বুরুন্ডি। সেমি-ফাইনালে বাংলাদেশের জন্য তাই অপেক্ষা করছে আরেক কঠিন চ্যালেঞ্জ। এ লড়াইয়ে মাঠে থাকতে চান জামাল, ‘ফোলা কমে গেছে অনেকটাই। ফিজিও বলেছিলেন বিশ্রাম নিতে। নিয়েছি। আজ (কাল) দৌড়েছি। কাল (আজ) থেকে ট্রেনিং শুরু করব। আশা করি, বুরুন্ডির বিপক্ষে সেমি-ফাইনাল খেলতে পারব।’

মরিশাসকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সিশেলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। বুরুন্ডি ম্যাচ নিয়ে তাই শিষ্যদের সতর্কও করে দিচ্ছেন কোচ ডে, ‘শ্রীলঙ্কার ম্যাচের জয় আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করেছে। কেননা, ফিলিস্তিন ম্যাচে আমরা ভালো খেলেছিলাম (কিন্তু হেরেছি) আর শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছি এবং গোল পেয়েছি। তবে বুরুন্ডি শারীরিকভাবে শক্তিশালী দল। এ ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন অভিজ্ঞতা হবে। বিশেষ করে আমাদের ডিফেন্ডারদের জন্য। কিন্তু আমরা তাদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাচ

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ