Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাভারে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের ডগরমোড়া এলাকার ‘জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিক এ কর্মসূচি পালন করে। ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কুন্ড জানান, মে-জুন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকালে জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানার দুই শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে খবর পেয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেন। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানাটির আশপাশে অবস্থান নেয়। তিনি আরো জানান, কারখানাটির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাই শ্রমিকদের বকেয়া পরিশোধ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে কারখানার কোন কর্তৃপক্ষ না থাকায় এ বিষয়ে কারও সাথে যোগাযোগ সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ