Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রেক্সিট : ২০০০ কোটি পাউন্ডের অবকাঠামো খাত ঝুঁকিতে

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট গণভোটের পর যুক্তরাজ্যের অবকাঠামো খাত ঝুঁকির মুখে পড়েছে। উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ের বিনিয়োগকারীদের মাঝে। ফলে তারা এ খাতে বিনিয়োগ স্থগিত করা শুরু করেছে এরই মধ্যে। এর ফলে সেখানে পরিকল্পিত ২০০০ কোটি পাউন্ডের অবকাঠামো খাতের বিনিয়োগ পড়েছে ঝুঁকিতে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ব্রেক্সিট ভোটের পর অবকাঠামো নির্মাণ খাতে মারাত্মক এক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ফলে আগামী বছরের শুরুর দিকে এ খাতের পিঠ ঠেকে যাবে দেয়ালে। এ খাতের সঙ্গে সম্পৃক্ত একজন বলেছেন, যেসব প্রতিষ্ঠানের নির্মাণ কাজ এরই মধ্যে শুরু হয়েছে সেগুলো চলছে। কিন্তু এখন থেকে ৬ বা ৭ মাসের মধ্যে যেসব প্রকল্প শুরু হওয়ার কথা  তার বিপুলসংখ্যক চলে যাবে হিমঘরে। নির্মাণ খাতের প্রকল্প বাতিল করার বিপুল ঝুঁকি রয়েছে। এ অবস্থা যদি দু’বছর চলতে থাকে তাহলে অবকাঠামোগত কোম্পানিগুলোর জন্য তা হবে দীর্ঘ সময়। এ দু’বছর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিচ্ছেদ নিয়ে সমঝোতা প্রক্রিয়া চলবে। উচ্চ পর্যায়ের অনেক প্রকল্প নিয়ে বড় প্রশ্নের সৃষ্টি হয়েছে। এসব প্রকল্প মাঝপথে আটকে যেতে পারে। এমন প্রকল্পের মধ্যে রয়েছে হিথ্রোতে তৃতীয় রানওয়ে এবং সমারসেটে হিঙ্কলে পয়েন্ট পারমাণবিক বিদ্যুত কেন্দ্র। তবে কম পরিচিত যেসব প্রকল্প সেগুলোর ভবিষ্যৎ নিয়ে দ্বিধা ক্রমশ বাড়ছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রেক্সিট : ২০০০ কোটি পাউন্ডের অবকাঠামো খাত ঝুঁকিতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ