Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফটিকছড়িতে চাঁন্দের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৩:০২ পিএম

ফটিকছড়ির নানুপুরে চাঁন্দের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে রাজেদুল ইসলাম (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় মাইজভান্ডার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানুপুর ইউপির আমতলী-কিপাইতনগর গ্রাম্য রোড হয়ে মাইজভান্ডার ওরশে কতিপয় লোক বাদ্য বাজিয়ে একটি মহিষ নিচ্ছিল। ছোট্ট শিশু রাজেদ উৎসুক হয়ে তা দেখার জন্য দৌঁড়ে রাস্তায় বেরুলে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবাহী চাঁন্দের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে নানুপুর ইউপির মাইজভান্ডার আমতলীস্থ হাসমত উল্লাহ বাড়ীর ব্যাংকার মোর্শেদুল আলমের ২য় পুত্র বলে জানা গেছে। শিশুটির মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ