Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চ্যাম্পিয়ন নাওমি ওসাকার বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ৫:১৪ পিএম

সেরেনা উইলিয়ামসের বিদায়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে শুরু হয়েছে তারকা পতন। তারই ধারাবাহিকতায় বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। জাপানের এ তারকা ৬-৩ ও ৬-৪ গেমে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের টিনেজার কোকো গাউফের কাছে।

১৫ বছরের গাউফ চমক দেখিয়ে পৌঁছে গেলেন মেলবোর্নের এ আসরের চতুর্থ রাউন্ডে। ম্যাচ জিতলেন মাত্র ৬৭ মিনিটেই। গত বছরের ইউএস ওপেনে প্রথমবার ওসাকার মুখোমুখি হয়ে ছিলেন গাউফ। সে লড়াইয়ে বিজয়ের হাসি হেসে ছিলেন ওসাকাই। কিন্তু মেলবোর্নের লড়াইয়ে সেই হারের মুধুর প্রতিশোধ নিলেন এ মার্কিন খেলোয়াড়।

বছরের প্রথম এ গ্র্যান্ড স্ল্যাম আসরের চতুর্থ রাউন্ডের ম্যাচে গাউফ হয় চীনের ঝ্যাং শুই নয়তো আমেরিকার সোফিয়া কেনিনের বিপক্ষে খেলবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ